1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রোগী সেজে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

রোগী সেজে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ মে) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা এই অভিযান চালায় দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের বিশেষ টিম।

অভিযানের শুরুতে সকাল আটটার দিকে দুদকের কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতাল এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করেন। পরে সরাসরি অভিযান পরিচালনা করে হাসপাতালের বহির্বিভাগ, জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, চিকিৎসারত শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ও স্টোর রুমে সরকারি ভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাদ্যসহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করে তারা হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক অনিয়ম ও গাফিলতির চিত্র তুলে ধরেন।

পাশাপাশি দুদকের এ দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে ওষুধের স্টোর রুমে থাকা সরকারি মালামালের সঙ্গে কাগজপত্রের যথাযথ মিল আছে কি না সেটা যাচাই করেন। এ সময় নানা অনিয়ম পান তারা।

দুদক জানিয়েছে, অভিযানে সময় পুঠিয়া হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত কাজে এম্বুলেন্স ব্যবহার, এম্বুলেন্সে রোগী পরিবহনে ক্ষেত্রে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়, রোগীদের রোগ নির্নয়ে প্যাথলজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায়, রোগী ও স্বজনদের হাসপাতাল নিকটবর্তী বে-সরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ, বিদ্যুৎ এর লোডশেডিং এ জেনারেটর মেশিন বন্ধ রাখাসহ হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ কর্মচারীদের গাফিলতি ও অনিয়ম প্রমানিত হয়েছে। আরও কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়মের সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) না পেলেও তার প্রতিনিধির উপস্থিতিতে তথ্য যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতিসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

এ সময় দুর্নীতি দমন কমিশন রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক বোরহান উদ্দিন জানান, আমরা সকাল থেকে ছদ্মবেশে হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি এবং এখানে নানান রকম অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি। এমনকি চিকিৎসাধীন রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণের সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এসব রিপোর্ট আমরা কমিশনে জমা দিব। পরবর্তীতে কমিশন কি ব্যবস্থা নিবেন তা আমরা জানিনা।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team