রাজশাহীর পুঠিয়ায় রায়হানা ক্লিনিকে ভর্তিকৃত রোগি নিতে এসে লাশ হলেন ভ্যান চালক আফজাল হোসেন (৫০)। সে উপজেলার আটভাগ গ্রামের মৃত খাজা মইনুদ্দিন শেখের ছেলে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের রায়হানা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী অপর ভ্যান চালক জহুরুল ইসলাম বলেন, সে তার গ্রামের একজন প্রসূতিকে বাড়ি নিতে আসেন। সন্ধ্যার একটু আগ থেকে সে ক্লিনিকের সামনে অপেক্ষা করে। এক পর্যায়ে হঠাৎ ভ্যান থেকে নিচে পড়ে যায় সে।
পরে আশেপাশের কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিএ/