রেল কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের দিয়ে রেলওয়ে পোষ্য সোসাইটি সংগঠনের রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজশাহী জেলা শিশু একাডেমী মিলনায়তনে সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
রেলওয়ে পোষ্য সোসাইটির রাজশাহী জেলার সভাপতি বিসিকের সাবেক এজিএম হাফিজুর রহমান ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও সাবেক রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট সদরুল হক সুধা, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী ও এডভোকেট ইসমত আরা বক্তব্য রাখেন ।
সম্মেলনে হাফিজুর রহমান ঝুনুকে সভাপতি ও সুজাউদ্দিন ছোটনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের সহ সভাপতি হলেন বেলাল উদ্দিন, জহুরুল ইসলাম, এডভোকেট ইসমত আরা, শেখ নজরুল ইসলাম। রেলওয়ে পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এ কমিটি পোষ্যদের সমস্যা পর্যবেক্ষণ ও তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।
জেএন