নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাড়ী চালক আব্দুস সালাম কে কুপিয়ে হত্যার ঘটনায় মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতদের আসামী করে মামলা করা হয়েছে। নিহত আব্দুস সালামের ছেলে হাসিবুল ইসলাম পলাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, গাড়ী চালক সালামের হত্যাকারীর বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে কর্মচারীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে রুয়েটের মহিলা হোস্টেলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে অন্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মতিহার থানার এসআই মুসলেম বলেন, হত্যার ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে