জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি) ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনী মানবাধিকার বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত আছে কিনা তা তদন্তের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (৪ মার্চ) কাউন্সিলের সাধারণ অধিবেশনে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করতে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের ৪৭ সদস্যরাষ্ট্রের মধ্যে ৩২টি রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ১৩টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। এই প্রস্তাবের বিপক্ষে দুটি রাষ্ট্র ভোট দিয়েছে।
এ সম্পর্কে জাতিসংঘের ইউক্রেন প্রতিনিধি বলেন, যারা সত্যের পক্ষে ভোট দিয়েছেন তাদের সবাইকে ইউক্রেনবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও রাশিয়া বলছে, তাদের ৪৯৮ সৈন্য নিহত হয়েছে।
এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে বলেও দাবি রাশিয়ার। সূত্র: এএফপি
বিএ/