খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনায় হাসপাতালটির কর্ণধার মোহাম্মদ সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছেন দুদক। বুধবার মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।
গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।
পরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকায় এনে বিভিন্ন মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়।
খবর২৪ঘন্টা/নই