নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশনের অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রাসিক নির্বাচনে ভোটগ্রহণের দিনে বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার বুলবুল তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে খবর ২৪ ঘণ্টাকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক নির্বাচনে বিএনপি মনোনীত
মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, জনগনের মৌলিক অধিকার নেই। যখন মিডিয়ার মুখ বন্ধ তখন মামলা না করে উপায় নেই। ট্রাইব্যুনালে মামলাটি আইনজীবীর মাধ্যমে দায়ের করেছি। উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আ’লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পান। তার নিকটতম প্রার্থী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।
খবর২৪ঘণ্টা/এমকে