1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাসিকের প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

রাসিকের প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

  • প্রকাশের সময় : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় অনুদানে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের কাজ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার অভিজিৎ চট্টোপ্যাধ্যায় উপস্থিত ছিলেন। হাই কমিশনার ভদ্রা এলাকার পারিজাত এলাকা, তালাইমারীতে নবনির্মিত অত্যাধুনিক পদ্মা লাইব্রেরী, জেলা প্রশাসকের বাস ভবনের সামনের আধুনিক ফুটপাত, পুলিশ লাইন রোডের দুই লেনের ফুটপাত ও সপুরা বিসিক এলাকার মঠ এবং পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সব সময়ে বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে দেশ স্বাধীন করতে সহযোগিতা করে। ভারত সর্বদা রাজশাহীর উন্নয়নে সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটি এবং শান্তির শহর হিসেবে আখ্যায়িত করেন হাই কমিশনার।

সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর উন্নয়নে সহযোগিতা করায় ভারত সরকারকে বিশেষ করে হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সহযোগিতা করে স্বাধীনতাকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেছিলেন। শুধু তাই নয় বাংলাদেশের উন্নয়নে বন্ধু রাষ্ট্র হিসেবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। সেইসাথে রাজশাহীর বহু প্রাচীন প্রতœতত্ত¡ গুলো এবং রাস্তার পাশে নান্দনিক ফুটপাত তৈরী করে রাজশাহীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ ড়ভ জধলংযধযর ঈরঃু ঃযৎড়ঁময ঃযব ওসঢ়ৎড়াবসবহঃ ধহফ ঈড়হংবৎাধঃরড়হ ড়ভ ঝড়পরধষ, ঈঁষঃঁৎধষ, ঊহারৎড়হসবহঃধষ ধহফ ঐবৎরঃধমব ওহভৎধংঃঁপঃঁৎবং শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ২১.৯৫ কোটি টাকার অনুদান প্রদান করেন। রাজশাহী মহানগরীর সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও প্রতœতত্ত¡¡ অবকাঠামোর উন্নতিকল্পে ভারত সরকার এ অনুদান প্রদান করেন। এই অর্থ দিয়েই প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। ইতোমধ্যে মঠগুলোর কাজ সমাপ্ত হয়েছে। আগামীতে এই সিটিকে আরো সুন্দর করার জন্য সহযোগিতা প্রদানের আহবান জানান মেয়র।
উল্লেখ্য এ প্রকল্পের আওতায় নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারী এলাকার প্রাচীন একটি গ্রন্থাগার সংস্কার, ফুটপাত নির্মাণ ও জলাধার নির্মাণের কাজ চলমান রয়েছে।

 

পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-৩ ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নূরুন্নাহার বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহরাব হোসেন শেখ, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বেলাল আহমেদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনসুর রহমান, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মমতাজ মহল লাইলী, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী মোঃ রেয়াজাত হোসেন, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST