নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে তৃতীয় বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরভবনের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম কম্পিউটার প্রোগ্রামিং এর আওতায় আনয়ন, বিনষ্ট যোগ্য সকল নথিপত্র বিধি মোতাবেক বিনষ্টকরণ, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের হাজিরা নিশ্চিতকরণ, কাজের পরিধি বৃদ্ধি ও নাগরিক সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে সিটি কর্পোরেশনকে ৪টি জোনে বিভক্তকরণ, বিভিন্ন অনুষ্ঠানের বিজ্ঞাপন ও বিলবোর্ড অপসারণ, কোর্ট চত্ত্বর থেকে শহীদ মিনার হয়ে শাহ্ মখদুম
মাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্প গ্রহণ, পুরো নগর ভবন সিসিটিভি আওতায় এনে নিরাপত্তা নিশ্চিতকরণ, গরু জবেহের ব্যাপারে স্লটার হাউজ নির্মাণের উদ্যোগ গ্রহণ, সিটি কর্পোরেশনের স্কুল প্রতিষ্ঠা ও শিশু শাখা খোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সরিফুল ইসলাম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নিবার্হী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আর/এস