1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাসিকের ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের সাথে সমন্বয় সভা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

রাসিকের ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের সাথে সমন্বয় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
রাসিক

সংবাদ বিজ্ঞপ্তি : মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ও ওয়ার্ড পর্যায়ের সকল সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগর ভবনের সিটি হল সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।
সভায় বক্তব্য দেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। সভায় ওয়ার্ড সচিব ও সুপারভাইজারগণ পরিচ্ছন্নতা বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তারা জানান, ২০০৮ সালে প্রথম মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর প্রথমেই নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে নানা উদ্যোগ গ্রহণ করেন। দেশে প্রথম সিটি কর্পোরেশন হিসেবে পহেলা জুলাই ২০০৯ রাত্রীকালীন আবর্জনা অপসারণ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। যার সুফল ভোগ করেছে সমগ্র মহানগরবাসী। আর রাজশাহী মহানগরী প্রশংসিত হয়েছে সর্বত্র। দ্রæত নগরায়নের ফলে নির্মাণ

সামগ্রীসহ নগরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে অর্জিত সাফল্য ধরে রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে নির্দেশনা প্রদান করেছেন। পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে দায়িত্বশীল হতে হবে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, পরিচ্ছন্ন কর্মকর্তা (পরিকল্পনা) তাসনিম আরা, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন। সভায় সকল ওয়ার্ড সচিব ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team