নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নগর ভবনের নিচ তলায় এ সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এট্আুই প্রকল্পের আওতায় জিআইজেড’র সার্বিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই ডিজিটাল সার্ভিস সেন্টারের মাধ্যমে একই স্থান থেকে নাগরিকদের হোল্ডিং কর, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন, পরিচ্ছন্ন সহ রাসিকের সকল কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, রাজস্ব কর্মকর্ত আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, সহঃ প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খবর২৪ঘণ্টা/এমকে