নিজস্ব প্রতিবেদক :
রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে মাননীয় মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। সভায় রাসিকের আর্থিক অবস্থা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ, ওয়াসাসহ অন্যান্য সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্থ রাস্তা ক্ষতিপূরণ, শাপলা সুপার মার্কেটের দ্বিতীয় তলার দোকান ঘর বরাদ্দের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কমিটির সম্মানিত সদস্য ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহবুব সাঈদ টুকু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহরাব হোসেন শেখ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সামাদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনসুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব
কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, মাননীয় মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারোয়ার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিযামুল হোদা, সহ-সচিব মোঃ তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে