নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনে নগর ডিজিটাল সেন্টার শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে নগর ভবন সভা কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগর ডিজিটাল সেন্টারসমূহকে অধিক ব্যবসাবান্ধব সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার উদ্দেশ্যে আজকের এ আয়োজন। নগর তথ্য সেবা কেন্দ্রগুলো জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। সরকারের বিভিন্ন সেবার দুয়ার খুলে দিয়েছে। তথ্য সেবার কেন্দ্র বিন্দু হিসেবে নগর ডিজিটাল সেন্টার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমাদের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে সেভাবে গড়ে তুলতে হবে। জয় পেতে হবে সকল ক্ষেত্রে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কর্মকান্ড নাগরিকগণ ঘরে বসেই পেতে পারেন; এজন্য রাসিকের কার্যক্রম অনলাইন বেজড করার কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ট্রেড লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স ডিজিটালাইজেশন করা হবে। ফুটপাতের ব্যবসায়ীদের স্থায়ী প্লাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কাজের গতি বৃদ্ধি করতে ফাইল ওয়ার্ক ডিজিটালাইজেশন করা হচ্ছে। সততা, ঐক্য, সময়ানুবর্তিতা মধ্যে দিয়ে নাগরিকসেবার বিষয়টিকে সকলের ঊর্ধ্বে বিবেচনা করতে হবে। গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলদি সিটি গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি তা বাস্তবরূপ লাভ করবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে রাসিকের সকল কাজের গতি বৃদ্ধি পাবে। তথ্য প্রযুক্তির ব্যবহার থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক যে পরিবর্তন তা লক্ষণীয়। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি জ্ঞান বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান মেয়র।
রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক। কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট ফর লোকাল ডেভলপমেন্ট উপ-সচিব মোঃ পারভেজ হাসান, এটুআই প্রোগ্রামের সিনিয়র সহকারী সচিব মনদীপ ঘরাই, এটুআই প্রোগ্রামের এক্সপার্ট শাহরিয়ার হাসান জিসান।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত কর্মশালায় রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহন করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।