1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাসিক মেয়রের সাথে ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

রাসিক মেয়রের সাথে ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আজ ১০ অক্টোবর রবিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ রাসেল জামান। রোববার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাকে মিষ্টি খাওয়ান মেয়র মহোদয়। এ সময় রাসিক মেয়র মহোদয় বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাসেল জামানকে অভিনন্দন জানাচ্ছি। সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ৯নং ওয়ার্ডেও রাস্তা, ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে।

ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি ও পাড়ায় মহল্লায় আরো উন্নয়নের প্রয়োজন হলে নবনির্বাচিত কাউন্সিরর চাহিদা দিলে সেসব উন্নয়নও করা হবে। ৯নং ওয়ার্ডের উন্নয়নে নতুন কাউন্সিলরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। মেয়র মহোদয় আরো বলেন, ৯নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ্ মখদুম রূপোশ (র) দরগাহ শরীফের উন্নয়নে ইতোমধ্যে ২৫ কোটি টাকার প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। শিগগিরই মাজারের উন্নয়ন কাজ পুনরায় শুরু হবে। সাক্ষাৎকালে ৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী মোঃ রাসেল জামান নির্বাচিত হন। গত ২৪ জুলাই ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যু জনিত কারণে কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উপ-নির্বাচিত অনুষ্ঠিত হয়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team