নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল। রোববার দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে প্রথমে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল। এরপর মেয়র তাকে স্বাগত জানিয়ে ফুলে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর রাজশাহীর করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। মতবিনিময়কালে নতুন জেলা
প্রশাসক রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।
এমকে