সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য বিদায়ী রাজশাহী বিভাগীয় কমিশনার ও নির্বাচন কমিশনের নতুন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় রাজশাহী জেলা প্রশসাক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করেন নির্বাচন কমিশনের নতুন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় মেয়র মহোদয় করোনাকালীন সময়ে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে হুমায়ুন কবীর খোন্দকারের বিভিন্ন পদক্ষেপ ও ভূমিকার প্রশংসা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এস/আর