নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক মেয়র নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপি ও আ’লীগ নেতাকর্মীদের মধ্যে গতকাল সোমবার রাত থেকেই উত্তেজনা চলছে। নগরীর সাহেব বাজার আরডি মার্কেটের সামনের ওভার ব্রীজের নিছে এ উত্তেজনা হয়।
রাসিক মেয়র বুলবুলের আগের ব্যানার।রাতেই মেয়র বুলবুল ব্যানারটি সরিয়ে ফেলার জন্য মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। দুপুর ১২টা পর্যন্ত ব্যানার নামিয়ে না ফেলায় মেয়র বুলবুল নেতাকর্মী নিয়ে গিয়ে ওভার ব্রীজের নিচে অবস্থান শুরু করেন।
বিএনপির দাবি, মেয়র বুলবুলের ব্যানার নামিয়ে ছাত্রলীগ লিটনের ব্যানার টানিয়েছে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে নামিয়ে ফেলার জন্য বলেন। কিন্ত ঘটনাস্থলে থাকা ছাত্রলীগ নেতারা অনড় অবস্থানে থেকে দাবি করেন, আগে থেকেই আ’লীগের ব্যানার ছিল। সেই ব্যানার থাকবে। সরকারি দল হিসেবে এ ব্যনার থাকতেই পারে। এ সময় সেখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। মেয়র বুলবুল সেখানে অবস্থান নেওয়ার পর দুপুরে চলে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া আমির জাফর বলেন, এটা রাজনৈতিক বিষয়। তারা নিজেরাই সেটির সমাধান করবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে