নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশন। বুধবার কর্মচারী কল্যান বোর্ডে মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অনুযোগ-অভিযোগ ও আশঙ্কার কথা তুলে ধরেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দিন আহমেদ।
প্রার্থীরা নিবাচনী এজেন্টের নিরাপত্তা, ব্যালট পেপার ও ব্যালট বক্স হেফাজত করার আহবান জানিয়ে, পোস্টার, ব্যানার ফেস্টুনের মাপের অসঙ্গতি তুলে ধরে প্রতিকার চেয়েছেন। কেউ কেউ ভোট সন্ত্রাস, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা করেছেন। সকল অভিযোগ শুনে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন অবাধ,নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন।
সভায় বিএনপি ও আ’লীগ প্রার্থী একে অন্যের বিরুদ্ধে বিশেদাগার করেন।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।