নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন মাঠে থাকবে ৩ হাজার পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা ভোট কেন্দ্র, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, চেকপোস্ট ও টহল দিবে। এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ভোটের দিন ৩ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে পুলিশ কাজ করবে। নির্বাচন উপলক্ষে শনিবার থেকেই নগরীর তিনটি পয়েন্টে পুলিশ সদস্যরা চেকপোস্ট করে। ভোট পর্যন্ত এ চেকপোস্ট অব্যাহত থাকবে।
রাসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এরমধ্যে ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন পুরুষ এবং ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন নারী ভোটার রয়েছেন। ১৩৮টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৩০ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।