নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জনগণের মুখোমুখি হয়েছেন মেয়র প্রার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে নগরীর মুনলাইট গার্ডেনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে জনগনের মুখোমুখি হন মেয়র প্রার্থীরা।
জনগনের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম ও গণসংহতি আন্দোলনের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মুরাদ মোর্শেদ। অনুষ্ঠানে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন আসেন নি।
সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রী সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিকের রাজশাহী মহানগর সভাপতি মো. পিয়ার বক্স ও জেলা সভাপতি মো. সফিউদ্দিন আহমেদ।
প্রথমে ভোটারগণ মেয়র প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মেয়র প্রার্থীরা তাদের বক্তব্য রাখেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এর আগে মেয়র প্রার্থীরা একটি অঙ্গিকার করেন ও ভোটারদেরও অঙ্গিকার করানো হয়।
উপস্থিত ছিলেন, গনসংহতি আন্দোলনের আহবায়ক জোনায়েদ সাকি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্তসহ সাধারণ জনগন।
খবর২৪ঘণ্টা/এমকে