নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫ ৪০০ সদস্যকে নগরীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে র্যাব সদস্যরা নগরজুড়ে টহল দিতে শুরু করে। আগামী ৪ দিন পর্যন্ত র্যাব সদস্যরা নগরে টহল দিবে। ২৮ তারিখ থেকে ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত। র্যাব-৫ এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, রাসিক নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে র্যাব সদস্যদের নগরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। নগরজুড়ে র্যাব সদস্যরা টহল দিবে। এ ছাড়া নির্বাচনের দিন রাসিক নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষের সামনেও র্যাব অবস্থান নিবে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।