নওগাঁ প্রতিনিধি: ফুটবলে সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বিশ্বজুড়ে। আর মাত্র ১৯ দিন পরেই পুতিনের দেশে বসবে ৩২ দেশের শিরোপা জয়ের লড়াই। পুরো বিশ্বকে ড্রিবলিং, পাসিংয়ের জাদুতে মাতিয়ে রাখবেন মেসি, নেইমার, রোনালদোরা।
এদিকে বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলের অফিশিয়াল স্লোগান প্রকাশ করেছে ফিফা। অনলাইন জরিপের মাধ্যমে সর্বোচ্চ ভোট পাওয়া স্লোগানগুলো নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। ভক্তদের অনলাইনে ভোটের মাধ্যমে মোট ৯৬টি স্লোগান থেকে ৩২ দেশের স্লোগান বেছে নেয়া হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ভোট নেয়া হয়। প্রত্যেকটি দেশের স্লোগান তাদের নিজ নিজ টিম বাসে লেখা থাকবে।
১. আর্জেন্টিনা: একটি স্বপ্নের জন্য এক সাথে।
২. জার্মানি: চলো একসঙ্গে ইতিহাস লিখি।
৩. বেলজিয়াম: রেড ডেভিলরা নেমেছে মিশনে।
৪. ব্রাজিল: পাঁচ নক্ষত্রেরও বেশি, ২০ কোটি হৃদয়ে।
৫. কলম্বিয়া: এক স্বপ্ন, তিন রঙ আর পাঁচ কোটি হৃদয়।
৬. কোস্টারিকা: কোনকিছুই অসম্ভব নয় যখন একসঙ্গে খেলে পুরো দেশ।
৭. ক্রোয়েশিয়া: ছোট দেশ, বড় স্বপ্ন।
৮. ডেনমার্ক: একসঙ্গে আমরা গড়বো ইতিহাস।
৯. ইংল্যান্ড: আমাদের বিজয়ী পাঠাও।
১০. মিসর: যখন তুমি ফারাওদের কিছু বলবে, সারা বিশ্ব অবশ্যই উঠে দাঁড়াবে আর শুনবে।
১১. ফ্রান্স: তোমাদের শক্তি, আমাদের স্বপ্ন! জেগে উঠো লা ব্লুজরা।
১২. অস্ট্রেলিয়া: সাহসী হও, হও দুঃসাহসী, সকারুদের মতো স্বর্ণ-সবুজে।
১৩. আইসল্যান্ড: চলো আমাদের স্বপ্নকে সত্যি করি।
১৪. ইরান: ৮ কোটি মানুষ, একটি দেশ, একটি হৃৎস্পন্দন।
১৫. জাপান: সামুরাই ব্লু, এখনই লড়াইয়ের সময়!
১৬. সাউথ কোরিয়া: এশিয়ার বাঘ, বিশ্বের বিজেতা।
১৭. মেক্সিকো: মেক্সিকোয় তৈরি, তৈরি বিজয়ের জন্য
১৮. মরক্কো: অ্যাটলাসের সিংহ, মরক্কোর গর্ব।
১৯. নাইজেরিয়া: আফ্রিকার গর্বের পাখা।
২০. পানামা: দুই সাগরের শক্তি পানামা।
২১. পেরু: এই তো আবারও আমরা। ৩ কোটি পেরুভিয়ান ফিরবে এখানেই।
২২. পোল্যান্ড: এগিয়ে চলো পোল্যান্ড।
২৩. পর্তুগাল: অতীত গর্বের, বর্তমান ইতিহাসের।
২৪. রাশিয়া: হৃদয় খুলে খেলো।
২৫. সৌদি আরব: মরুভূমির বীর।
২৬. সেনেগাল: সেনেগালিজদের কাছে অসম্ভব বলে কিছু নেই।
২৭. সার্বিয়া: এক দল, এক স্বপ্ন, এক সার্বিয়া।
২৮. স্পেন: এক সাথে আমরা অপ্রতিরোধ্য।
২৯. সুইডেন: সুইডেনের জন্য এক সাথে।
৩০. সুইজারল্যান্ড: চার ভাষা, এক জাতি।
৩১. তিউনিসিয়া: হাতে রেখে হাত ঈগলরা আসছে রাশিয়ায়।
৩২. উরুগুয়ে: সূর্যের আলোকে রাশিয়ার আকাশ হবে আলোকিত নীল।
খবর২৪ঘণ্টা.কম/নজ