নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃরোগে আক্রান্ত হয়ে আনারুল ইসলাম (৪৫) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে।
তিনি রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর গ্রামের আলম মণ্ডলের ছেলে। শুক্রবার রাত আটটার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন
বলেন, হাজতি আনারুলের বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল।আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে আবার হূদরোগে আক্রান্ত হলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমকে