নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেন নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার শ্যামপুর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কারাগারের জেলার মাসুদুর
রহমান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ হাজতি দুলাল কারাগারে থাকা অবস্থায় দুলাল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গত ২৪ ডিসেম্বর তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে তিনি আরো জানান। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
আর/এস