নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিসহ রাজশাহী-ঢাকা, রাজশাহী-চট্টগ্রাম সরাসারি ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও সামবেশে করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার বেলা ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, বীর মুক্তিযোদ্ধা ডা, আবদুল মান্নান, অধ্যাপক জিএম হারুন, প্রবীন সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অঙ্কুর সেন, নারী নেত্রী কল্পনা রায়, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, টিভি সাংবাদিক এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক
মেহেদী হাসান, নারী শিল্পোউদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, রাজশাহী বেনেতি ব্যবসায়ী পরিষদের সহ সভাপতি মহেষ চন্দ্র, মহিলা নেত্রী রেহেনা আলী খান, শাহিনা বেগম, সাংবাদিক আবু সালেহ মো. ফাত্তাহ, মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ। মানবববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। এরমদ্যে উল্লেখযোগ্য হলো, রামেক হাসপাতালে চিকিৎসকদের কর্তব্যে অবহেলা, রোগীদের সঙ্গে প্রতিনিয়ত দুব্যবহার ও ভুল চিকিৎসা বন্ধ করতে হবে। দুনীতি, ওষূধ চুরি, কর্মকর্তা কর্মচারিদের অশুভ আচরন বন্ধ করতে হবে। পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হাসপাতাল চালু ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে রোগী বান্ধন চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।