নিজস্ব প্রতিবেদক :
বেশ কিছুদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। প্রতিদিন রোগী ভর্তি হলেও তা ছুটির তুলনায় অনেক কম। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে এখন ডেঙ্গু ওয়ার্ড ফাঁকা প্রায়। এ কারণে হাসপাতালে চিকিৎসক ও নার্সদের তেমন কাজের চাপ নেয়। তবে মাসখানিক ডেঙ্গু রোগীর ব্যাপক চাপ ছিল। এ পর্যন্ত রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৫০৫ জন রোগী চিকিৎসা নিয়ে ছুটি শেষে
বাড়ি ফিরে গেছেন। আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৩ জন ডেঙ্গু রোগী।
অন্যান্য দিনের মতো গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এদিন ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে ৬ জন রোগী। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, পূর্বের তুলনায় বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে গেছে। বর্তমানে ১৭ জন রোগী চিকিৎসাধীন
রয়েছে। ২৪ ঘন্টায় ১১ জন রোগী ভর্তি হয়েছে। আর ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে ৬ জন।
উল্লেখ্য, রামেক হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু আক্রান্ত রাজমিস্ত্রীর মৃত্যু হয়। একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ও একজন বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছে।
আর/এস