নিজস্ব প্রতিবেদক :
বাইরে থেকে আসা ইন্টার্ন চিকিৎসকদের সাথে ডিউটি না করার দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভ করতে করতে তারা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে যায়। দীর্ঘদিন ধরেই বাইরের ডাক্তারদের সাথে ইন্টার্নশিপ না করার দাবি জানিয়ে আসছিল রামেকের ইন্টার্নরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইন্টার্ন চিকিৎসকরা এক সাথে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে করেত পরিচালকের কার্যালয়ের দিকে যায়।
এ বিষয়ে জানাতে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. কামালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেন নি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সাথে যোগাযোগ করতে তার সরকারি নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে