নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কে বা কারা অজ্ঞাতনামা ওই যুবককে আহতবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই যুবকের মৃত্যুর পর ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি।এ বিষয়ে রামেক হাসপাতাল মর্গের দায়িত্বরত পুলিশ কন্সটেবল সোহেল বলেন, অজ্ঞাতনামা ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রয়েছে। বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা/এমকে