খবর২৪ঘণ্টা ডেস্ক: বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শ্রমিক। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯)। আহত হয়েছেন মো. সোহানুর (২৪)। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে।
রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান রাত সাড়ে ১১টায় বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার ভারী কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন নির্মাণ শ্রমিকের গায়ের উপর পড়ে যায়।
এতে নায়েব আলী ও ফিরোজ নামে দুজন ঘটনাস্থলেই মারা যান। সোহান নামে অপর একজন গুরুতর আহত হন। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় এই শ্রমিকরা ওই কন্টেইনারের পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন।
হতাহতদের পরিবারকে কর্তৃপক্ষ যথাযথ ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা, জেএন