রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে শেখ হাসিনা হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, উপ-উপাচার্যদ্বয় প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান উল-ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ/