রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি চালু হয়েছে। আজ(১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে সার্ভিসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ যেমন ডিজিটাল হচ্ছে ,আমরাও বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে নিতে চেষ্টা করছি। প্রতিষ্ঠানিক ই- মেইল আইডি আধুনিকতার একটা উদাহরণ। আশা করি আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের অনলাইনের প্রতিষ্ঠানিক একটা পরিচয়ের পাশাপাশি শিক্ষা জীবনে কার্যকর ভূমিকা পালন করবে’।
মেইল সংক্রান্ত কমিটির সদস্য অধ্যাপক ড.আসিফ জামান বলেন, ‘অফিসিয়াল এ মেইল আইডি শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ হওয়ার পর ছয় মাস এই মেইল ব্যবহার করতে পারবে। তারপর এই মেইল আর কাজ করবে না। তবে পরবর্তীতে বিদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য আবেদন ও গবেষণা কাজের প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করে দিতে পারবে বিশ্ববিদ্যালয়’।
তিনি আরও জানান, ‘ শিক্ষার্থীদেরকে আইডি খোলার জন্য
emailapp.ru.ac.bd তে সাইনআপ করে আবেদন করতে হবে। আবেদনের ৭২ ঘন্টা পরে ভেরিফাই হয়ে আইডি সম্পন্ন হবে। তারপর email. ru. ac তে ‘S’ এর সাথে নিজ স্টুডেন্ট আইডি নম্বর দিয়ে লগইন করতে হবে। মেইলে শিক্ষার্থীদের নাম থাকবে না পরিচয় হিসেবে থাকবে তাদের আইডি নম্বর’।
মেইলের সুবিধা সম্পর্কে আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, এতোদিন শুধু বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা পেতেন। এবার শিক্ষার্থীদের জন্য এ সেবা চালু করা হলো। ‘জি স্যুট ফর এডুকেশন’- এর আওতায় প্রদত্ত এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ডকস, গুগল স্লাইডস, গুগল শিট, গুগল ফর্মস, গুগল ক্যালেন্ডার ও হ্যাংআউট সহ আরো কয়েকটি সুবিধা পাবেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো.জাকারিয়া,রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী, প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লুৎফর রহমান,জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমানসহ বিভিন্ন বিভাগ, দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর