1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু, কলম ও পানীয় বিতরন ছাত্রলীগের - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু, কলম ও পানীয় বিতরন ছাত্রলীগের

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তীচ্ছু শিক্ষার্থীদের মাঝে কলম ও খাবার পানীয় বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকেই তারা দিনব্যাপী এ কর্মসূচি পালন করে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্যর অভিযোগও পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

      সরেজমিনে দেখা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ভর্তীচ্ছু ও তাদের অভিভাবকদের হাতে কলম ও খাবার পানীয় তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে ছাত্রলীগে একটি হেল্প ডেস্ক দেখা যায়। ডেস্কে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদেরও বসে থাকতে দেখা গেছে।

      এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার হেল্প ডেস্ক না বাসানোর নিষেধাজ্ঞা জারি ছিল। এ নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগসহ বেশকিছু জেলা সমিতি হেল্প ডেস্ক স্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হেল্প ডেস্কগুলো বেশ কয়েকবার উঠিয়ে দিলেও তারা পরবর্তীতে আবার ডেস্কগুলোতে অবস্থান নেন।  

      শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় আমরা তাদের পাশে ছিলাম। রাতে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থাও করেছি আমরা। হেল্প ডেস্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হেল্প ডেস্ক বসানো নিষেধ এটা আমরা জানতাম না। তবে আমরা যেটা করিছি সেটা অবশ্যই ভর্তীচ্ছুদের সাহায্য হবে বলে সে চিন্তা থেকেই করেছি।

      বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিবলী ইসলাম বলেন, আমাদের যতদূর সম্ভব হয়েছে আমরা ভর্তি পরীক্ষাচলাকালে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হেল্প ডেস্ক বিসিয়েছে আমরা সেগুলো তুলে দিয়েছি।

প্রথমদিনের ভর্তি পরীক্ষায় ইউনিট ‘এ’ (কলা, চারুকলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বিভাগসমূহ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ও ইউনিট-বি (বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহ ও আইবিএ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST