1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

রাবি প্রতিনিধি: ‘সম্প্রদায়কে উন্নীত করো এবং পরিবেশকে স্থায়ী করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মতো এবারও বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

বিভাগের অধ্যাপক এমাজ উদ্দিন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সম্প্রদায়গুলো দরিদ্র ও অনগ্রসর হয়ে যাচ্ছে। এ অনগ্রসর সম্প্রদায়গুলোকে উন্নত করার জন্য বিশ্বব্যাপী সমাজকর্মীদের আরো সচেতন হয়ে কাজ করতে হবে। ‘বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো উন্নয়নের নামে পরিবেশকে ক্রমবর্ধমান ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় কিয়েটো প্রটোকলের যথাযথ বাস্তবায়ন হয়নি। তাই এ চুক্তির বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team