রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বুধবার দুপুর আড়াইটার দিকে চারুকলা অনুষদ সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারের মালিক মোস্তফা কামাল রাজশাহীর জনতা ব্যাংকের কর্মকর্তা। তার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোস্তফা কামালের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছিলেন গাড়িচালক। সেসময় চারুকলা এলাকায় পৌঁছে চা খাওয়ার জন্য চালক রেল লাইনের সঙ্গে যথেষ্ট দূরত্ব না রেখেই গাড়িটি পার্ক করেন। এক পর্যায়ে ট্রেন চলে আসলে চালক দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেরে গাড়িটি নিরাপদ দূরত্বে আনার চেষ্টা করেন। কিন্তু এর আগেই ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর বলেন, ‘চালকের বেখেয়ালেই এ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ি পার্ক করার সময় তিনি যথেষ্ট দূরত্ব বজায় রাখেননি।’
তিনি আরও বলেন, ‘এটি একটি অরক্ষিত রেল ক্রসিং। এ ক্রসিংয়ে কোন লাইনম্যান নেই। বিষয়টি আমরা রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আমরা আবারও বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানাবো যেন তারা দ্রুত ব্যবস্থা নেয়।’
খবর২৪ঘণ্টা, জেএন