রাবি প্রতিনিধি:”অমানবিকতা প্রতিহতকরনের মাধ্যমে বৈশ্বিক শান্তি সম্প্রসারণ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী প্রতিকী জাতিসংঘ সম্মেলন। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১’লা মার্চ বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্টিতব্য এ সম্মেলনের উদ্বোধন করবেন যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাই কমিশনার অধ্যাপক ড. সাইদুর রহমান খান।
এদিকে ৪ দিনব্যাপী প্রতিযোগিতামূলক এ সম্মেলনে ঢাকা,চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ব্রাক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ভারত ও নেপাল থেকে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুস্থ ধারার বিনোদন প্রদান করতে ২য় দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহ আজম শান্তনু , সভাপতি সুজন মাহমুদ ,সম্পাদক কামরুন্নাহার তুরিন ও ডিরেক্টর অফ ফিন্যান্স(উপস্থাপক) ইমরুল হাসান প্রমুখ।
সম্মেলন সফল করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ