1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে কোটার সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

রাবিতে কোটার সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মারচ, ২০১৮
khobor24ghonta.com

রাবি প্রতিনিধিঃ ঢাকায় কোটার সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, ৬৩ জনকে গ্রেফতার ও অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি কোটা সংস্কার আন্দোলন কমিটির আহবায়ক মাসুদ মোন্নাফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাই নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে হিসাব বিজ্ঞান ও তথ্য বিভাগের শিক্ষার্থী মো. হালিমের সঞ্চলনায় কোটা সংস্কার আন্দোলন কমিটির আহবায়ক মো. মাসুদ মোন্নাফ বলেন, “ঢাকায় কোটার সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমাদের ৬৩ জন ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ৭০০ জনের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
যদি মামলা প্রত্যাহার করা না হয় এবং কোটার সংস্কার না হয় তাহলে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেভাবে বাংলার ঘরে ঘরে দূর্ঘ গড়ে তোলা হয়েছিল সেভাবে দূর্ঘ গড়ে তোলা হবে। আমরা দেখতে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ২ শতাংশ কোটাধারীর জন্য কারা মেধাবীদের বিরুদ্ধে আঙুল তোলছে। কারা এ দেশকে ৭১ সালেমতো ১০০ বছর পিছিয়ে দিতে চাচ্ছে। যারা আজ কোটা সংস্কার বিরোধিতা করছে তারা যেই হোক, যারাই হোক তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না, এবং তারাই এ প্রজন্মের সবচেয়ে বড় রাজাকার। আমরা দেখেছি ২৮তম বিসিএস থেকে ৩৬তম বিসিএস পর্যন্ত প্রায় ৫ হাজার পদ খালি ছিল, এমনকি গত কয়েক দিন আগে সোনালী ব্যাংকের আইটি অফিসার পদে নিয়োগে ১৬৫টির মধ্যে ২৫টি পদ খালি ছিল। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ, মুক্তিযুদ্ধের পক্ষে এবং মেধাবীদের জন্য আন্দোলনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, মেধাবীদের মূল্যায়ন হবে।”

এসময় তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গাদের মতো ভিন্ন একটা জাতি যেভাবে নিরাপদে আছে সেভাবে মেধাবীরা এবং তার সন্তানরাও তার কাছে নিরাপদে থাকবে এবং কোটা সংস্কার দাবিতে তাদের ৫ দফা দাবিকে দ্রুত মেনে নেয়ার আহবান জানান।

উল্লেখ্য যে কোটা ব্যবস্থার সংস্কারে ৫ দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন করছে রাবির সাধারণ শিক্ষার্থীরা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST