রাবি প্রতিনিধিঃ“সেচ্ছাসেবার মধ্য দিয়ে নেতৃত্ব” এ স্লোগান কে উপজীব্য করে গড়ে উঠা সেচ্ছাসেবা মূলক সংঘটন জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ (ইউনিসাব) ৬ষ্ঠ বারের মতো তাদের সেচ্ছাসেবী সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে। গত কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রুপ আলোচনা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৫০ প্রার্থী থেকে ১০০ জন কে মানসিক দক্ষতা ও মানবীয় গুণাবলী বিচার করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
আজ রোববার দুপুরে মেইলযোগে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সংঘটনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ইউনিসাব জাতিসংঘের বিভিন্ন কার্যাবলীকে উদ্বুদ্ধকরণ ও সেচ্ছাসেবা মূলক কাজের মধ্য দিয়ে নিজের এবং দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।
এসম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইউনিসাবের রাজশাহী অঞ্চলের মানব সম্পদ বিভাগের প্রধান সমন্নয় কারী আ ম মোহাইমিনুর জোয়ারদার বলেন, “আমরা বিশ্বাস করি যুব সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে উঠবে দেশের আর্থসামাজিক অবস্থা। আজকের যুব সমাজ আগামী দিনে সকল উন্নয়নে ক্ষেত্রে সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে।আমরা খুজছি এমন কিছু তরুণ যারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
উল্লেখ্য যে, ইউনিসাব ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে এবং ২০১৪ সাল থেকে রাজশাহী বিভাগে কাজ করে যাচ্ছ।খবর২৪ঘণ্টা.কম/নজ