1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে মাঠে নামছে আর্জেন্টিনা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে মাঠে নামছে আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তোলা। অপরদিকে বিশ্বকাপ শেষে প্রীতি ম্যাচেও আলো ছড়াচ্ছে দেশটি, ফলে ব্রাজিলকে হটিয়ে শীর্ষ স্থানে উঠেছে মেসিরা। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি উৎসবে লাতিন দেশটি। কেননা তাদের মাটিতে বসছে অনূর্ধ্ব–২০ ফুটবল বিশ্বকাপের আসর।

আসন্ন এই আসরে সপ্তম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নিয়ে লড়ছে আলবেলিস্তেদের যুবরা। ইতিমধ্যে গ্রুপ পর্বে টানা দুই জয়ে পরের রাউন্ড নিশ্চিত হয়েগেছে আর্জেন্টিনার। আজ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ড বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।

এদিকে ১৯৭৭ সালে চালু হওয়া ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ২৩তম আসর বসেছে আর্জেন্টিনার মাটিতে। ২০ মে থেকে শুরু হওয়া এই আসর চলবে ১১ জুন পর্যন্ত। অথচ এই টুর্নামেন্টে খেলারই কথা ছিল না আলবেলিস্তেদের। কারণ মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা কোয়ালিফায়ার পর্বই পার হতে পারেনি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা।

এস্তাদিও সান জুয়ান দেল বিসেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও এই আসরের সর্বোচ্চ শিরোপা জয়ী আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। স্বাগতিক আর্জেন্টিনা আছে ‘এ’ গ্রুপে। উজবেকিস্তান ছাড়া আলবেলিস্তেদের বাকি দুই প্রতিপক্ষ গুয়াতেমালা ও নিউজিল্যান্ড।

শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে গুয়েতেমালার। ফিফা র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড মূল দলের অবস্থান ১০০তম, যেখানে আর্জেন্টিনার মূল দল রয়েছে শীর্ষে। স্বাগতিকদের হারাতে কিইউ যুবাদের এদিন দিতে হবে কঠিন পরীক্ষা। খুব বড় কোনো অঘটন না ঘটলে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার।

এই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST