ফুটবল বিশ্বের নজর এখন কোপা আমেরিকার ফাইনালের দিকে। রোমাঞ্চক লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়া। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ফাইনালের মহারণ। আর ভোরেই জানা যাবে কারা চুম্বন করবে শ্রেষ্ঠত্বের শিরোপা।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ২৩ বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া হামেস রদ্রিগেজের কলম্বিয়া। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দীর্ঘদিন ধরেই জয়ের ধারায় রয়েছে। অপরদিকে, কলম্বিয়াও টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকেই ফাইনালে পা রেখেছে।
খোলা চোখেই দুই ফাইনালিস্টের মধ্যে সব দিক থেকে এগিয়ে থাকবে মেসির আর্জেন্টিনা। আগ্রহের চূড়ায় থাকা এই ফাইনালের বল মাঠে গড়ানোর আগে অতীতের পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যায় মেসিদের চেয়ে ঢের পিছিয়ে রদ্রিগেজরা। কোপা আমেরিকায় এখন পর্যন্ত উরুগুয়ের সমান মোট ১৫ বার শিরোপা উঁচিয়ে ধরেছে আলবিসেলেস্তেরা। মেসিরা ফাইনাল খেলেছেন মোট ২৯ বার। সেই সঙ্গে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও লিওনেল স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে এখন পর্যন্ত মাত্র একবার কোপার শিরোপা জয়ের স্বাদ পায় কলম্বিয়া। তাও সেটা ২৩ বছর আগে, ২০০১ সালে। সেবার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবারের মতো কোপার শিরোপা জেতে দলটি। এছাড়া এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুই বার ফাইনাল খেলে কলম্বিয়া। ১৯৪৫ সালে প্রথম বারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। তাও কোপা আমেরিকার ম্যাচে। সেই ম্যাচে কলম্বিয়াকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারায় আজেন্টাইনরা।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪২ বার মুখোমুখি হয় এ দুই দল। সেই সব দেখায় কলম্বিয়ার চেয়ে বেশ এগিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে ৯ জয় কলম্বিয়ার। বাকি ৮টি ম্যাচ ড্র হয়। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয় পান নেস্টর লরেঞ্জোর শিষ্যরা। এছাড়া এ দুই দলের শেষ দেখা হয়েছে ২০২২ সালে। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লিওনেল স্কালোনির শিষ্যরা।
এবারের কোপা আমেরিকার হিসেবে অবশ্য কিছুটা এগিয়ে কলম্বিয়া। পাঁচ ম্যাচ করে খেলে এখন পর্যন্ত অপরাজিত দুই দলই। সমান চার জয় আর এক ড্র দুই দলের। তবে কলম্বিয়া ১২টি গোল দিয়ে হজম করেছে একটি গোল। অন্যদিকে আর্জেন্টিনা দিয়েছে আটটি গোল, তারাও হজম করেছে একটি।
কোপা আমেরিকার ফাইনালটি অ্যাঙ্গেল ডি মারিয়ারও ‘ফাইনাল’। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের ম্যাচই হবে দেশের জার্সিতে তার শেষ ম্যাচ। তার জন্য হলেও এই ফাইনাল জেতার সর্বাত্মক চেষ্টা করবে আর্জেন্টিনা। যদিও দলের প্রধান তারকা ফুটবলার ও অধিনায়ক মেসির চোট নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে তবে জানিয়ে দিয়েছেন, ভালো আছেন তিনি, চিন্তার কিছু নেই। এই ম্যাচে একদিকে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে। অন্যদিকে ১৯৯১ সালের ফাইনাল হারের প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে থাকবে কলম্বিয়া।
এই টুর্নামেন্টের খেলা দেখা নিয়ে প্রায়শই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশি একটি চ্যানেলেই দেখানো হবে পুরো টুর্নামেন্ট। বাংলাদেশে খেলা দেখা যাবে টি-স্পোর্টস। এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।
বিএ..