নিজস্ব প্রতিবেদক : ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বাংলাদেশ পেট্রোল শ্রমিক, মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার দুপুরে আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করা হয়। সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) সৈয়দ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিন বিভাগের ২৬ জেলার পেট্রোল পাম্পের ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার বিপিসির সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিকে, কর্মবিরতি স্থগিত হওয়ার পর থেকে রাজশাহী মহানগর ও জেলার আশেপাশের পেট্রলপাম গুলোতে আবার তেল বিক্রি শুরু হয়। দুপুর আড়াইটার পর থেকে এ কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য গত 8 ডিসেম্বর রোববার সকাল ছয়টা থেকে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগে একযোগে এ কর্মবিরতি শুরু হয় অনির্দিষ্টকালের জন্য। দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। তেল না পেয়ে মোটরসাইকেল বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা সমস্যার মধ্যে পড়েছিলেন।
আর/এস