নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৭৪ টি কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত স্কুল-২ স্কুল পর্যায়ে এবং ২৫টি ভেন্যুতে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃংখলা রক্ষা করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-
১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ আগস্ট পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস