নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টিতেই নারী ভোটারের সংখ্যা বেশি। আর ছয়টি আসন মিলে এবার নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৯৯ হাজার ৯০৫ জন। সবচেয়ে বেশি নারী ভোটার রাজশাহী-২ সদর আসনে বেশি। এই আসনে পুরুষের চেয়ে ৬ হাজার ৩৮ জন নারী ভোটার বেশি। যে কারণে এবার ভোটের মাঠে নারী ভোটারও বড় ফ্যাক্টর হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটর ৯ লাখ ৬৭ হাজার ৭১০ জন এবং নারী ৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। দশম সংসদ নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার ছিল ১৭ লাখ ৪২ হাজার ৬৫৭ জন। এবার নতুন ভোটার হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯০৫ জন। এরমধ্যে রাজশাহী-১
(তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ৩৫২ জন। নারী ১ লাখ ৯২ হাজার ৭২৩ ও পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৬১৯ জন। এ আসনে নতুন ভোটার ৪০ হাজারের বেশি। এ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক মন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক ও আ’লীগের প্রার্থী রয়েছেন ওমর ফারুক চৌধুরী। রাজশাহী মহানগর এলাকা নিয়ে গটিত রাজশাহী-২ আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৫২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৯০৭ জন। এই আসনে ৬ হাজার ৩৮ জন নারী ভোটার বেশি। এ আসনে নতুন ভোটার রয়েছে প্রায় ৩৩ হাজার। নতুন ও নারী ভোটারদের ভোটও নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু ও
আ’লীগের প্রার্থী রয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নারী ১ লাখ ৭৮ হাজার ৯৪০ ও পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৩৫ জন। এ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন ও আ’লীগের প্রার্থী রয়েছেন আয়েন উদ্দিন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৮ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৯ হাজার ২৯৭ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১১ জন। এ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক এমপি আবু হেনা ও আ’লীগের এনামুল হক। রাজশাহী-৫
(পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১ হাজার ৬৭৬ জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ২২৮ ও পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৪২৭ জন। এ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক এমপি নাদিম মোস্তফা ও আ’লীগের ডা. মনসুর রহমান। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৬০১ জন। এ আসনে বিএনপি প্রার্থী রয়েছেন আবু সাইদ চাঁদ ও আ’লীগের শাহরিয়ার আলম। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, রাজশাহীর ছয়টি আসনেই ভোটার তালিকা চুড়ান্ত। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে