নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের ন্যায় রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটে বিএনপি-আ’লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা অংশগ্রহণ করছে। সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এখনো রাজশাহীর কোথাও তেমন কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, আমাদের তানোর প্রতিনিধি জানান, রাজশাহী-১ আসনের তানোর পৌরসভার তালন্দ কেন্দ্রে
ভোট শুরুর আগেই সাইদুর নামের এক ধানের শীষের সমর্থককে পিটিয়ে আহত করে নৌকার সমর্থকরা। তানোর উপজেলার দরগাডাঙ্গা কেন্দ্রের সামনে নৌকার সমর্থকরা দাঁড়িয়ে বিএনপির কর্মী-সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দিচ্ছে বলে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। বিল্লী কেন্দ্রের সামনেও নৌকার সমর্থকরা বিএনপির কর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। আমাদের বাগমারা প্রতিনিধি জানিয়েছে, বাগমারায় কিছু কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর