নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৬টি আসনে বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হক, নাদিম মোস্তফা ও আবু সাইদ চাঁদ এবং জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমানসহ ২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপী, তথ্য গোপনসহ বিভিন্ন কারণে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী)আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন মনোনয়ন বাতিল করা হয়। তথ্য গোপনের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ১২ জনের মধ্যে ৮ জনের বাতিল করা হয়। বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, বাসদের আলফাজ হোসেন, বিএনপির শাহাদাত হোসেন, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শহিদুল করিম শিবলী, স্বতন্ত্র প্রার্থী
সালাহউদ্দিন বিশ্বাস, সাইদুর রহমান, রাজশাহী-২ সদর আসনে এনপিপির সাইফুল ইসলাম স্বপন ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান, জাতীয় পার্টির শাহাবুদ্দিন বাচ্চু, জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মুহম্মদ আবদুল গফুর ও যুক্তফ্রন্টের সরদার মোহাম্মদ সিরাজুল করিম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির সাবেক জেলা সভাপতি এ্যাড. নাদিম মোস্তফাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপীর দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। আ’লীগের ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমীন, বিএনপির আবু বক্কর সিদ্দিক ও রাজশাহী-৬ আসনে বিএনপির জনপ্রিয় নেতা আবু সাইদ চাঁদ ও বাংলাদেশ
মুসলিম লীগের আব্দুর রাজ্জাক। আবু সাইদ চাঁদের উপজেলা চেয়ারম্যান পদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি এবং মামলার তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়।তবে প্রার্থীরা আপিল করতে পারবেন। রাজশাহীর ৬টি আসনের মধ্যে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিল ১২ জন, রাজশাহী-২ আসন থেকে ৮ জন, রাজশাহী-৩ আসন থেকে ১০ জন, রাজশাহী-৪ আসন থেকে ৫ জন, রাজশাহী-৫ আসন থেকে ১১ জন এবং রাজশাহী-৬ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে