রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার একটি বিদ্যুতের পোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেঠে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে নগরীর ভদ্রা আবাসিক এলাকার একটি বৈদুতিক পোলে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছিল।