রাজশাহী মহানগরীর বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মের রসালো ফল লিচু। তবে প্রথম হওয়ায় এখনো বোম্বে লিচু আসেনি। এসেছে দেশি জাতের গুটি লিচু। দেশি জাতের লিচু হলেও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। এর থেকে তেমন কম দামে লিচু বিক্রি করছেননা বিক্রেতারা। ১৮ রমজান থেকে রাজশাহী মহানগরীর কয়েকটি পয়েন্টে বিক্রি হচ্ছে লিচু। তবে প্রথম দেখা মিলেছে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে। বাজারে প্রথম আসায় ক্রেতাদের চাহিদা ছিল ব্যাপক। তবে করোনাকালীন পরিস্থিতি হওয়ায় বিত্তবান ছাড়া
লিচুর কাছে সাধারণ মানুষ যেতে পারেনি। মুসলিমদের রোজা রাখার পর ইফতারিতে বাড়তি স্বাদ যুক্ত করবে লিচু। তবে ক্রেতারা বলছেন শুরুর দিকে হওয়ায় তেমন স্বাধ নেই লিচুতে। কিছুটা টক টক ভাব। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২/৩ দিন আগে থেকে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে বিক্রি হতে শুরু করে রসালো ফল দেশি জাতের লিচু। শুরুর দিকে হওয়ায় এখন বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। খুব কম এলাকায় লিচু বিক্রি হওয়ার কারণে ক্রেতারা তেমন দাম কমাচ্ছেন না। বাজারে আমদানি বাড়লে লিচুর দাম কমার সম্ভাবনা রয়েছে। আমদানি বা বাড়া পর্যন্ত দাম কমবেনা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছরই এই আগাম লিচু আগে বাজারে আসে। অগ্রিম বাজারে আসায় দামও বাড়তি থাকে।
দাম বেশি হলেও রসালো ফল হওয়ার কারণে অনেক মানুষ কেনেন। তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতিতে সব শ্রেণির মানুষ এ ফলটির কাছে ঘেসছেন না। কারণ ইচ্ছা থাকলেও পকেটে টাকা না থাকার কারণে উপায় নেই। এ কারণে এখন খুব কম মানুষ এ ফলটি কিনছেন। বিক্রেতারাও স্বীকার করেন সেই কথা। বিক্রেতারা বলছেন, বিগত বছরগুলোতে দাম বেশি হলেও লিচু কিনতে কাড়াকাড়ি করেন ক্রেতারা। এ বছর তেমন ক্রেতার দেখা মিলছেনা। অনেকে দাম শুনলেও খুব কম ক্রেতা কিনছেন। অনেকে দাম শুনেই ফিরে যাচ্ছেন।
লিচু কিনতে আসা এক ক্রেতা বলেন, রোজার সময় ইফতারিতে খাওয়ার জন্য লিচু কিনতে চেয়েছিলাম। কিন্ত দাম বেশি হওয়ার কারণে কিনিনি। আরেক ক্রেতা বলেন, দাম যাই হোক পরিবারের সদস্যদের সাথে ইফতারে খাওয়ার জন্য লিচু কিনেছি। এ বাজার ছাড়াও নগরীর আরো কয়েকটি পয়েন্টে বিক্রি হচ্ছে লিচু। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর আশেপাশের বাগান থেকেই এসব লিচু এসেছে। এবার লিচুর ফলনও খুব খারাপ হয়নি। বোম্বে জাতের লিচু আসতে এখনো দেরি আছে। গত বছর শুরুর দিকে লিচু চড়া দামে বিক্রি হলেও বাজারে আমদানি বেশি ও বোম্বে লিচু আসার সাথে সাথেই দাম কমে যায়। প্রতি ১০০টি লিচু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। এবারও আমদানি বেশি হলে দাম কমে যাবে এমনটাই জানিয়েছেন বিক্রেতারা।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।