নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় গাজীপুর ফেরত আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি পুঠিয়া উপজেলার বাসিন্দা। আজ রোববার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। গত কয়েকদিন আগে তিনি গাজীপুর থেকে রাজশাহীর পুঠিয়া
উপজেলায় নিজ বাড়িতে এসেছিলেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা৷ এনামুল হক বলেন, পুঠিয়ায় আরো এক ব্যক্তি সনাক্ত হয়েছে। এ নিয়ে পুঠিয়ায় উপজেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হল। বর্তমানে তিনি নিজ বাড়িতেই রয়েছেন। তাকে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।