নিজস্ব প্রতিবেদক :
নিষিদ্ধ ঘোষিত সময়ে রাজশাহীর পদ্মায় ইলিশ মাছ ধরা এবং কারেন্ট জাল ব্যবহার করার অপরাধে ১০ জন জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরো ৪টি নৌকার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন এ অভিযান চালায়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেড তারিকুল ইসলাম জানান, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সহযোগীতায় রাজশাহীর হরিপুর ইউনিয়ের পদ্মা নদী এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে চারটি নৌকা থেকে মোট ১৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয় এবং ১০ জন জেলেকেআটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেখ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুডিয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ রাজশাহীর একটি এতিম খানায় প্রদান করা হয়। ১০ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ মাছ ধরাতে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের পক্ষ থেকে। এ সময়ের মধ্যে মাছ ধরলে সরকার সংশ্লিষ্ট জেলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে