নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই যুবকের আনুমানিক বয়স (৩২) বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি গিয়ে লাশের
ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। এ তথ্য নিশ্চিত করে আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডি গিয়ে লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। লাশটির ময়নাতদন্তের হন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আর/এস