নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই কিশোরের আনুমানিক বয়স ১৫ বছর। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, গতকাল সোমবার শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীর ধারে অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে
হাসপাতালের মর্গে রাখা হয়। পরে অজ্ঞাতনামা ওই কিশোরের লাশের ময়নাতদন্ত শেষে হাসপাতালের হিমাগারে রাখা হয়।ওসি আরো জানান, অজ্ঞাতনামা ওই কিশোরের লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরিচয় না মিললে আঞ্জুমানে মুফিদুলের মাধ্যমে দাফন করা হবে। কেন তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে না।
খবর ২৪ ঘণ্টা/এমকে